|

দৃষ্টি আকর্ষণ: নার্সিং বিভাগ হতে উত্তীর্ণ সকল অ্যালামনাই।

November 14, 2021

দৃষ্টি আকর্ষণ: নার্সিং বিভাগ হতে উত্তীর্ণ সকল অ্যালামনাই।

■ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১৫ নভেম্বর রোজ সোমবার ১১:৩০ ঘটিকায় সৌদি আরবে নার্সিং পেশায় লোক নিয়োগের নিমিত্তে সৌদি আরবের একটি টিম স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন। আগ্রহী বি এস সি নার্সিং উত্তীর্ণ সকলকে উপরোক্ত সময় কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।